নিজস্ব প্রতিবেদক, বার্মি ংহাম : গত ২১ শে জুলাই রবিবার বার্মিংহামের ওয়ার উইকস্থ আল আমীন ফাইন্ডেশনের সেমিনার হলে আল আমীন ফাউন্ডেশনের ট্রেজারার হাফেজ মাওলানা সৈয়দ কফিল আহমদের তত্তাবধানে ও ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা মঈন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা জুনায়েদ আল হাবীব।
জুনায়েদ আল হাবীব বলেন, পবিত্র রমযান মাস আল্লাহ প্রদত্ত রহমত, বরকত ও মাগফিরাতের মাস। মহান সষ্ট্রার সন্তুুষ্টি লাভের জন্য এই মাসে বেশী বেশী করে পবিত্র কুরআন তেলাওয়াত করা ও নফল নামাজ আদায় করা।
তিনি বলেন, আমাদের মানবজীবনে ঘটে যাওয়া সমস্ত ভূল–ক্রটিগুলো থেকে শিক্ষা গ্রহন করে এসব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করা।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, দারুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম, ফাউন্ডেশনের ট্রাষ্টী মাওলানা এনামুল হাসান ছাবীরপ্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আল আমীন ফাউন্ডেশনের অন্যতম ট্রাষ্টী আব্দুল মুকিত আজাদ, আলহাজ্ব আব্দুল আজিজ, আল আমীন স্কুলের প্রিন্সিপাল মাওলানা আমিনুর রহমান বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ভয়েছের সম্পাদক মোহাম্মদ মারুফ, চ্যানেল আই’য়ের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসিরসহ বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী ও তাদের পরিবার পরিজন।।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related