| মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
জিয়া তালুকদার, বার্মিংহাম: গতকাল সোমবার বার্মিংহামের কভেন্ট্রী রোডস্থ স্থানীয় একটি হলে কেক কেটেঁ স্বাধীন বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় । অনুষ্টানের ২য় পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ।
বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর এবং যুগ্ম্ সম্পাদক নুরুল ইসলাম কিসলু’র যৌথ পরিচালনায় সভায় বার্মিংহামের বিভিন্ন রাজনিতিক, সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্নদিক উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত কি না সন্দেহ ছিল। ‘বঙ্গবন্ধু ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করেননি তিনি নিজে একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম-কর্ম পালন করার সুবিধার্থে কাকরাইল মসজিদকে মসজিদের জন্য বন্দবস্থ করেছেলেন ।
তারা বলেন, বঙ্গবন্ধু এ দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড, রেডিওতে কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন, সারাদেশে মদ, জুয়া, হাউজি বন্ধকরন, বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশ্ব ইজতেমার জমি দান, সোভিয়েত ইউনিয়নে বাঙালিদের প্রথম তাবলিগেও পাঠানোসহ ইসলামের জন্য বহু কাজ করে গেছেন ।’
এ সময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বার্মিংহাম আওয়ামীলীগের সাবেক সভাপতি ইব্রাহীম আলী, আওয়ামিলীগ নেতা বসির মিয়া কাদির, ফখরুল ইসলাম, আব্দুস শুকুর, আকমল খান, নাসির আহমেদ শ্যামল, এলাহী হক শেলু সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দরা ।
সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সম্পাদনায় : ওবায়দুল কবীর খোকন
Posted ১৩:৪৮ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin