প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। দুই রাকাত নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।
বায়তুল মোকাররমে ঈদের জামাত আদায়ে ভোর থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে দীর্ঘ সারিতে মসজিদ চত্বরে প্রবেশ করেন মুসল্লিরা।
এদিন ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।