| মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০১৪ | প্রিন্ট
মিহির মোহন, বামিংহাম : নগর বামিংহামে প্রথম বারের মতো বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্টিত হয় গত ৯ ফ্রেরুয়ারী বামিংহামের এক স্থানীয় হলে। গ্লোবাল ষ্টুডেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে ও এশিয়ান হিন্দু কালচারাল অর্গানাইজেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্টানের মধ্যে -পুজা, অঞ্জলী, প্রসাদ, শিশুদের জন্য চিত্রাহ্কণ ও সাংস্কৃতিক অনুষ্টান ছিলো। সকাল এগারটা থেকে ভক্তরা মন্দিরে আসা শুরু করেন। দুপুর দেড়টা থেকে শুরু হয় অঞ্জলী প্রদান।
বিশিষ্ট পুরোহিত বিবেকানন্দ চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্টিত পুজায় অসংখ্য শিশু কিশোর বিদ্যা দেবীর কৃপা পাবার জন্য মায়ের পুজোতে অংশ নেন। এরপর শুরু হয় প্রসাদ বিতরণ। শুধু বামিংহাম নয়, কভেন্টি, লাকভরা, লিডস, ম্যানচেষ্টার, শেফিল্ডি থেকে অসংখ্য ভক্তরা পুজোতে আসেন। এরপর শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা্। পরে গান গেয়ে শোনান বিশিষ্ট সংগীত শিল্পী সঞ্জিতা পাল ও অমিত দাস। পরে রেনু বালার নেতৃত্বে অনুষ্টিত হয় ধামাইল গান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামিংহামের মেয়র।এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলার নেতা আকমল খান, বিশিষ্ট মুরব্বী শাহ আবিদ আলী, কাউন্সিলার জিয়াউল ইসলাম, জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আছকির মিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ লুৎফুর রহমান প্রমুখ।
সমস্ত অনুষ্টান পরিচালনা করেন প্রধান সমন্বয়ক অলক চন্দ টোটন । সর্বাত্মক সহযোগিতায় ছিলেন বিপুল চন্দ, বিজয় চন্দ, মঞ্জু দাস, বিমান দাস, সনজয় দাস, বিভু দাস, অজিত দাস, প্রমথ দাস, শ্রীপদ দেব, বাবলী চন্দ প্রমুখ। সমস্ত অনুষ্টান পরিকল্পনাকারী ছিলেন মিহির মোহন।
Posted ০০:০১ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin