| মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
মিহির মোহন: স্মলহীথ পার্ক। আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের ২৮ মার্চ দেশের বাহিরে প্রথম শপথ অনুষ্টান ও পতাকা উত্তোলন করা হয়। আর এ ঐতিহাসিক স্থানে খোলা আকাশের নিচে যুক্তরাজ্য জাসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বামিংহামের জাসদের কর্মীরা বিগত দুবছর ধরে নিজেদের মাঝে যে ভুল বোঝাবুঝি চলছে তার অবসান ঘটিয়ে বামিংহামের রাজনীতিতে নতুন ধারার সুচনা করলেন্ যা অন্যান্য রাজনৈতিক দলের কাজে রোল মডেল হিসেবে দাঁড়াবে।
যুক্তরাজ্যে জাসদের সভাপতি হারুণুর রশীদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ্য জাসদ নেতা মতিউর রহমান মতিন,যুক্তরাজ্য জাসদের যুগ্ম সম্পাদক শাহজাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খান শামীম, যুক্তরাজ্য জাসদের দপ্তর সম্পাদক সামছুজ্জামান শাবুল প্রমুখ।
সভার শুরুর আগে বামিংহাম জাসদের শীর্ষস্থানীয় নেতাদের মতামত নেয়া হয়। পরে যুক্তরাজ্য নেতৃবৃন্দ সালেহ আহমদকে আহবায়ক, আতিফ হোসেন টুটুল ও সোহেল আহমদ চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে আহবায়ক কমিটি ঘোষণা করেন এবং এ কমিটি আগামী পাঁচ মাসের মধ্রে সম্মেলন করে নতুন কমিটি ঘোষনা করার জন্য দায়িত্ব প্রদান করা হয়।
Posted ১০:০৮ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin