নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঝড় তুলেছিলেন ফিল সল্ট। দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের রীতিমতো তুলোধোনা করলেন জস বাটলার। চোট কাটিয়ে ছন্দে ফেরার বার্তা দিলেন তিনি। তার ৪৫ বলে ৮৩ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
টসে হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চেপে ধরে ইংলিশ বোলাররা। প্রথম ৪ ওভারে ৩৫ রানে তুলতেই ক্যারিবীয়রা হারায় ৩ উইকেট। এ দিন রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ধীরগতির ৪৩ রান। শেষ দুই ওভারে ৩২ রান যোগ হওয়ায় ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় তারা। এ দিন ১২ বলে ২২ রানের ক্যামিও খেলে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছেন রোমারিও শেফার্ড।
ইংলিশদের হয়ে ১৬ রানে দুটি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। ২০ রানে দুটি নেন সাকিব মাহমুদ। ২৯ রানে ড্যান মুজলিও দুটি উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে আগের ম্যাচে সেঞ্চুরি করা ফিল সল্ট প্রথম বলেই আকিল হোসেনের শিকার হন। পরে অবশ্য ম্যাচটি ক্যারিবিয়ানদের কাছ থেকে কেড়ে নেন উইল জ্যাকস ও জস বাটলার।
চোট কাটিয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বাটলারই ছিলেন জয়ের নায়ক। জ্যাক ৩৮ রানে ফিরলে ভাঙে ১২৯ রানের জুটি। একই ওভারে বাটলারও বিদায় নেন শেফার্ডের বলে।
সাজঘরের পথ ধরার আগে দলকে জয়ের কাছে রেখে ৪৫ বলে ৮ চার ও ৬ ছক্কায় উপহার দিয়েছেন ৮৩ রানের ম্যাচসেরা ইনিংস। তার পর ১৪.৫ ওভারে জয় নিশ্চিত করেছেন লিয়াম লিভিংস্টোন আর জ্যাকব বেথেল। ব্যক্তিগত ইনিংসে ১১ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন লিভিংস্টোন।
Posted ০৭:২৯ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain