‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানিকে এক জন বাঙালি বধূর চরিত্রে দেখা যাবে। ছবির প্রেক্ষাপট নরওয়ে। সত্য ঘটনা অবলম্বন করেই ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা ছিব্বর।
পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে এক জন মায়ের লড়াই এই ছবির মূল উপজীব্য।
চলতি বছরের মে মাসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। ২০২৩-এর মার্চ মাসে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।