নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
আজ সকাল ১০টার দিকে ভারত থেকে আমদানি পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি চালু হয়। এর আগে, ব্যাংক বন্ধের ফলে পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে দুদিন বন্ধ রাখা হয় আমদানি-রফতানি।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকাল থেকে ভারত থেকে আমদানি পাথরবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে, সোমবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ থাকায় আমদানি পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারার কারণে বন্দর থেকে পণ্য ছাড় নিতে পারেননি আমদানিকারকরা। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সোমবার থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
Posted ০৮:৫৬ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain