নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। কয়েক বছরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি ঘটনার কারণে উত্তেজনা বেড়ে গেছে। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স থেকে শুরু করে সব শেষ বিশ্বকাপে সাকিব আল হাসানের করা ‘টাইমড আউট’ এই লড়াইয়ে বাড়তি রসদ জুগিয়েছে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মাছে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নিজেদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাটে বাংলাদেশ কেমন করবে, সেটাই দেখার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৯৮৬ সালে এশিয়া কাপে প্রথম দেখা হয় দুই দলের। টানা ১৫ ম্যাচ হারার পর ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জেতে বাংলাদেশ।
দুই দল ওয়ানডেতে ৫৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ১০ ম্যাচে। শ্রীলঙ্কার ৪২ ম্যাচে। সবশেষ মুখোমুখিতে বাংলাদেশ অবশ্য জয় পেয়েছিল। বিশ্বকাপ মঞ্চে দিল্লিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপূণ্যে সেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ দলীয় ইনিংস শ্রীলঙ্কার। ২০০৮ এশিয়া কাপে লাহোরে ৩৫৭ রান করেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে রান তাড়ায় ৭ উইকেটে ২২৬ রান তুলে ১৩১ রানে হারে বাংলাদেশ।
Posted ০৫:৩৮ | বুধবার, ১৩ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain