| মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
ফ্রান্স : বাংলাদেশের বস্ত্র বানিজ্যকে বিশ্ব বাজারে পরিচিত করতে কাজ করছে ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ বিজনেস কন্সাল্টিং।গত ১৭ই এপ্রিল সন্ধ্যায় প্যারিসস্হ বিবিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির চেয়ারম্যান কাজী এনায়াত উল্লাহ,তিনি আরো বলেন আগামী সেপ্টেম্বর মাসে লা বুরজেতে অনুষ্টিত টেস্ক ওয়ােল্ডে বাংলাদেশের ব্যাবসায়িদের জন্য ৫০ টি স্টলের বুকিং দেয়া হয়েছে।
তিনি বলেন রপ্তানি ক্ষেত্রে ইউরোপে চীনের পরে বাংলাদেশের অবস্হান,এই বাজার ধরে রাখতে হলে ব্যাক্তি প্রতিষ্টানের পাশাপাশি সরকারকে আরো সহনশীল হওয়া দরকার।টেক্স ওয়ার্ল্ড বা বিশ্ব বানিজ্য মেলায় বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারনের জন্য স্টল বুকিং,গার্মেন্টস্ শিল্পকে ইতিবাচকভাবে বিশ্ব দরবারে তুলে ধরা,বাংলাদেশ থেকে আগত ব্যবসা প্রতিষ্ঠানকে মেলায় অংশগ্রহনের ব্যবস্হা সহ নানা বিষয়ে সাংবাদিকদের কে অবহিত করেন।তিনি এ মেলা ও বিবিসির বিভিন্ন কর্মসুচী নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান কাজী উল্লাহ সহ উপস্তিত ছিলেন ভাইস চেয়ারম্যান এনিডিনা উল্লাহ,ম্যানেজিং ডিরেক্টর জানা মার্টিন,চিপ এক্সপার্ট ফর ফরেন মার্কেট মার্ক জর্জ অন্দ্রে,লিগ্যাল এক্সিকিউটিব ফিলিপ সিমোনি, বিবিসি প্রেস ও মিডিয়া এক্সিকিউটিব নুরুল ওয়াহিদ, লজিষ্টিক এক্সিকিউটিব কামাল মিয়া।
Posted ১৭:৫৫ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin