| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
পৃথিবীর সবচেয়ে বেশী সোনা(স্বর্ন) পাওয়া যায় সাউথ আফ্রিকায়।ছোট বেলায় দুষ্টু ছেলেদের মুখে শুনতাম সাউথ আফ্রিকায় শাবল,কোদাল দিয়ে মাটি খুরলে নাকি ইটের মত সোনা পাওয়া যায়।তখন থেকেই স্বপ্ন দেখতাম সাউথ আফ্রিকায় যেয়ে মাটি কেটে বস্তাভর্তি স্বর্ন নিয়ে আসব।সেই স্বপ্ন এখনো খেতা মুরি দিয়ে শুয়ে আছে।
ডিসকভারি চ্যানেলে একটা প্রোগাম দেখায় স্বর্ন খোদাই করার।তারা এক মুঠ সোনার জন্য কোটি টাকার যন্ত্রপাতি ব্যাবহার করে।সাদা চামড়ার সাহেবরা কামলা খেটে কখনও সোনা পায় কখনো পায় না।
তবে সাউথ আফ্রিকার বেল শেষ।এখন স্বর্নের দেশ হচ্ছে বাংলাদেশ।কয়েকদিন যাবত্ ঢাকা ও চিটাগাং এয়ারপোর্ট থেকে প্রায় কয়েকশ কেজি স্বর্ন পাওয়া গিয়েছে।ওইসব সাহেব রা ঘানায় না গিয়ে বুলডেজার ট্রাক নিয়ে প্লেনে হানা দিলে খোদাই করা স্বর্নের চকলেট ,বিস্কুট পেত।মগার দলের মাথায় বুদ্ধি নাই।আহ আমরা এখন সোনার খনির মালিক ঢাকা ও চিটাগাং এয়ারপোর্টকে স্বর্নের খনি প্রতিষ্ঠা করার জোড়ালো দাবী জানাই
Posted ১৪:৩৪ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin