| রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৬ মার্চ : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের দেয়া ৭২ রানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্য ছাড়িয়ে ৭৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ব্যক্তিগত ২১ রানের মাথায় সাজঘরে ফিরেছেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমের উইকেটটি লুফে নেন সামিউল্লাহ শেনওয়ারি । এর পরে এনামুল হকের সঙ্গে জুটি গড়েন সাকিব আল হাসান। এর মধ্যে এনামুল হক (৪৪), সাকিব আল হাসান (১০)।
এর আগে টাইগারদের বোলিং ঝড়ে ৭২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ১৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৭২ রানের দলীয় স্কোর করেছে আফগানিস্তান ।
ইনিংসের প্রথম বলেই মাশরাফির শিকার হয়েছেন দলটির ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ৫ম ওভারের ২য় বলে আউট হয়েছেন গুলবাদিন নবী এবং ৩য় বলে নজিবুল্লাহ তারাকাই। এর পরে ঘটতে থাকে আফগানদের বিপর্যয়। দলীয় ৪৯ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে পতন ঘটে অধিনায়ক মুহম্মদ নবীর উইকেটের । ৫৮ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে রান আউট হয়ে সাজঘরে যান করিম সাদিক। দলীয় ৬৯ রানের মাথায় ফের আঘাত হানেন আব্দুর রাজ্জাক, মাঠ ছাড়েন শামিউল্লাহ শেনওয়ারি। এর পরে শূন্য রানে মাঠ ছাড়েন শফিউল্লাহ। ৭১ রানের মাথায় আউট হন দৌলত জাদরান।
এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে নিয়েছে বাংলাদেশ। রবিবার দুপুর ২টার দিকে দুই দল স্টেডিয়ামে প্রবেশ করে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দুই দলের টিম বাস হোটেল থেকে শেরে বাংলা স্টেডিয়ামে পৌঁছায়।
বিকাল সাড়ে ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
৩টি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটের নবনির্মিত সিলেট স্টেডিয়াম।
বাংলাদেশ ও আফগানিস্তান প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ‘এ’ তে খেলছে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে প্রিলিমিনারি রাউন্ডের ৩টি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক, ফরহাদ রেজা, মাহমুল্লাহ, মাশরাফি বিন মরতাজা, মুমিনুল হক, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান,শামসুর রহমান, সাকিব আল হাসান, সোহাগ গাজী, তামিম ইকবাল।
আফগানিস্তান : মোহাম্মদ নবী (অধিনায়ক), আফতাব আলম, আজগর স্তানিকজাই, দৌলত জারদান, গুলবাদিন নবী, হামজা হোতাক, করিম সাদিক, মিরবাইস আশরাফ, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ, তারাকাই, নজিবুল্লাহ জারদান, নওরোজ মঙ্গল, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ, শাপুর জারদান।
Posted ১৮:৩৪ | রবিবার, ১৬ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin