নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ধাক্কা এলো ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন এভিন লুইস। অভিজ্ঞ ওপেনারের জায়গায় দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার।
সোমবার (১৬ ডিসেম্বর) থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে শুরু হবে।
উইন্ডিজ ওপেনার এভিন লুইস চোটে পড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে বাইরে চলে গেলেন গোটা সিরিজের জন্যই। তার পরিবর্তে দলে ডাকা পেয়েছেন আরেক বিধ্বংসী ব্যাটার আন্দ্রে ফ্লেচার। গত অক্টোবরে তিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লুইসের ইনজুরিতে ফের সুযোগ পেলেন ৩৭ বছর বয়সী এই তারকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলেছেন ফ্লেচার। সেখানে তার রেকর্ড অতটা সমৃদ্ধ না হলেও, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার বেশ অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে তিনি ১১১.৩১ স্ট্রাইকরেট ও ২০.৫০ গড়ে টি-টোয়েন্টিতে করেছেন ৯৮৪ রান।
এদিকে, চোটে পড়ার ম্যাচেও ৪৯ রানের ইনিংস খেলেছেন এভিন লুইস। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স বেশ ভালো। ৬১ ম্যাচে ১৫১.৯৮ স্ট্রাইকরেট ও ২৯.৩৩ গড়ে ১৬৪৩ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।
Posted ০৫:২৫ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain