নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই অল আউট হয়েছে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩০ রান। ১ উইকেটে ২৩ রান নিয়ে আজ পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডিতে আজ শুরু থেকেই টাইগার বোলারদের তোপের মুখে পড়েছেন স্বাগতিকরা। দিনের শুরুতেই সাজঘরে ফিরেছেন শান মাসুদ। এরপর জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি বাবর আজম। দলের বাকি ব্যাটাররাও আর এরপর সুবিধা করে ওঠতে পারেননি। তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা এই ব্যাটার আজও করেছেন ৫১ রান, তাঁর দায়িত্বশীল এই ইনিংসের সুবাদেই ১৪৬ রানের দেখা পায় স্বাগতিকরা।
বিস্তারিত আসছে…
Posted ১০:২৩ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain