নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিপিএলের নবম আসরের এলিমিনেটর ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। যে দল হারবে, তারাই বিদায় নিবে আসর থেকে। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলেই যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। সাকিবের দলে আজ শুরুর একাদশে খেলছেন চারজন বিদেশি রিক্রুট। এরা হলেন- ডোয়াইন প্রিটারিয়োস, করিম জানাত, ভানুকা রাজাপক্ষে ও আন্দ্রে ফ্লেচার।
অন্যদিকে রংপুরের হয়ে আজ মাঠে নেমেছেন দাসুন শানাকা, নিকোলাস পুরান, মুজিব উর রহমান ও ডোয়াইন ব্রাভো।
রংপুর রাইডার্স : নুরুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শামীম হোসেন, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, মাহেদী হাসান, ডোয়াইন ব্রাভো, মুজিবুর রহমান, নিকোলাস পুরান, দাসুন শানাকা
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসা, আন্দ্রে ফ্লেচার
Posted ০৭:৫৯ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain