নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে স্পেন।
গত মঙ্গলবার তীব্র বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় এ পর্যন্ত দেশটিতে অন্তত ৯৫ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকে। এর মধ্যে শেটির ভ্যালেন্সিয়ায় অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে, কাস্তিয়া-লা মানচায় দু’জন এবং মালাগায় মারা গেছেন একজন।
প্রবল বৃষ্টিতে স্পেনের পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া প্রদেশসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আকস্মিক বন্যায় ভেসে গেছে সেতু ও ভবন। বাড়ির ছাদ বা গাছে উঠে জীবন বাঁচাতে বাধ্য হয়েছে মানুষ। চরম আবহাওয়ার কারণে কিছু উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
দেশটির সরকারের ভাষ্যমতে, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো নিখোঁজের সংখ্যা অনেক।
ভ্যালেন্সিয়া অঞ্চলে আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অঞ্চলটির প্রধান কার্লোস মাহন জানিয়েছেন, চূড়ান্তভাবে কতজনের মৃত্যু হয়েছে, এ পর্যায়ে সেই সংখ্যা জানানো অসম্ভব।
স্পেনের ইতিহাসে ১৯৭৩ সালের পর এটিই বন্যায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। ১৯৭৩ সালে স্পেনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : বিবিসি
Posted ০৭:০০ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain