| শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হোসেন স্বপন. ইতালি থেকে রাজধানী রোমে বণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববষ’ পহেলা বৈশাখ উদযাপন করেছেন বাংলাদেশীরা। শুক্রবার ১৪ এপ্রিল স্থানীয় সময় তিন টায় লারগো প্রেনেসতে বৈশাখী উদযাপন পরিষদের উদ্যোগে বাংলাদেশের সাথে মিল রেখে বৈশাখী খাবার,সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে ১৪২৩ কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৪ বাংলা সালকে বরণ করেন প্রবাসীরা। অনুষ্ঠানকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম পব’ শুরু হয় স্বদেশী খাবার পরিবেশনের মাধ্যমে। প্রবাসে শত ব্যস্ততার মাঝে পুরনো ঐতিহ্যকে বিদেশীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন করতে এ আয়োজনের মূল উদ্যেশ্য। অধ’ দিবসের অনুষ্ঠান বেশ জমে উঠে। অনুষ্ঠানের নানা আয়োজন উপস্থিত সকলকে অনেক আনন্দিত করে তোলে। যেন প্রবাসের মাটিতে একটুকরো বাংলাদেশে এই প্রানবন্ত বৈশাখী আয়োজন। দ্বিতীয় পবে’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন । এর মধ্যে রোমের জনপ্রিয় শিল্পী তাহেরুল ইসলাম,রত্না বসার। নৃত্যে বাংলাদেশ টেলিভিসনে নৃত্যকারী উদীয়মান জনপ্রিয় শিশু শিল্পী অপি’তা সিকদার, সারা, সাবা প্রমুখ । অনুষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে ছিলেন ইল ধূমকেতু।
এসময় সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু,সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু,সাবেক সভাপতি মোঃ সেলিম,ইতালি আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক আতিয়ার রসুল কিটন,জালালাবাদ কল্যান সংঘ বৃহত্তর সিলেট সমিতির সভাপতি অলি উদ্দীন শামীম, ইপিবিআই সাধারন সম্পাদক জসিম উদ্দীন,বিয়ানী বাজার ওয়েল ফেয়ার ট্রাষ্টের মহাসচিব আলি আহমেদ রনি,বিএনপি নেতা আব্দুল মান্নান হীরা, বৃহত্তর ঢাকা সমিতির মহিলা সম্পাদক সায়রা হোসেন রানী,মহিলা সংস্থা ইতালি সভাপতি শান্তা সিকদার,সিনিয়র সহসভাপতি সানজিদা আহমেদ,সাধারন সম্পাদক আরিফা সৈয়দাসহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। এছাড়াও শিশু আবাল বৃব্ধসহ বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ উপস্থিত হয়ে প্রফুল্লচিত্তে বৈশাখী আনুষ্ঠানকে উপভোগ করতে দেখা গেছে। অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আয়োজক কতৃ’পক্ষ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠিত আয়োজনে ভূল ত্রুটি থাকলে তা সুন্দর ক্ষমার দৃষ্ঠিতে দেখার অনুরোধও জানিয়েছেন।
আগামীতে স্বদেশী সংস্কৃতি বিদেশীদের কাছে তুলে ধরতে সবাইকে একত্রিত ভাবে কাজ করার জন্য অনুষ্ঠান কতৃ’পক্ষ আহবান করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আমিনুল ইসলাম।
Posted ০৬:১১ | শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain