নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ | প্রিন্ট
বক্স অফিসে চলছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ঝড়। মাত্র চার দিনেই (রোববার পর্যন্ত) সিনেমাটি আয় করেছে ৪২২ কোটি ৮২ লাখ টাকা। একের পর এক রেকর্ডও গড়ছে কল্কি।
অন্যদিকে সালার পার্ট ১: সিজফায়ার’ মুক্তির প্রথম সপ্তাহে ২০৯ কোটি আয় করেছিল। তবে সালারকে ছাড়িয়ে গেলেও শাহরুখ খানের ‘জওয়ান’ ও রাজামৌলির ‘আরআরআর’কে টপকাতে পারল না কল্কি।
জওয়ান মুক্তি পেয়েছিল বৃহস্পতিবার, ফলে চারদিনের উইকেন্ড পেয়েছিল। প্রথম সপ্তাহান্তে জওয়ান আয় করে ৪৮০ কোটি। অপরদিকে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ প্রথম সপ্তাহান্তে আয় করে ৪৫৫ কোটি। অন্যদিকে মুক্তির চারদিনে ভারতে ৪২২ কোটির ক্লাবে প্রবেশের পাশাপাশি বিশ্বব্যাপী ৭০৪ কোটি আয় তুলে নিয়েছে কল্কি।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। বক্স অফিসে প্রবল সাড়া ফেললেও এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকের। কারোর কাছে দারুণ প্রশংসা পাচ্ছে, কেউ আবার সমালোচনাও করছেন। যদিও সিনেমার ভিএফএক্সের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা।
Posted ০৭:১৮ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain