| বুধবার, ০৭ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মার্সেলে শহরে চার ও পাঁচ তলা দুটি পুরনো আবাসিক ভবন ধসে পড়েছে । ধসে পড়া ভবনের ভেতর থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আরও জীবিত অথবা মৃত মানুষ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
স্হানীয় দমকল বাহিনীর প্রায় ৮০ জন কর্মী এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছেন ।
উদ্ধার অভিযান অব্যাহত ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ৭৭৫ কিলোমিটার দূরে ২৪০ বর্গ কিলোমিটারের শহর মার্সেলে, সেখানে প্রায় নয় লাখ লোকের বসতি ।মার্সাইয়ের প্রায় ৬,০০০ স্থাপনা জীর্ণ দশায় রয়েছে বলে জানিয়েছেন নগরীর কর্মকর্তারা। ২০১৫ সালের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রায় ১ লাখ অধিবাসী ভাড়াটেরা ‘স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য বিপজ্জনক’ হাউজিংয়ে বসবাস করছেন।
শহরের বাসিন্দারা জানিয়েছে, সোমবার সকালের দিকে বিকট ও ভয়ংকর শব্দে ওই জীর্ণ দুটি ভবন আচমকাই ধসে পড়ে। স্থানীয় উদ্ধারকারীরা ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া বাসিন্দাদের উদ্ধারে রাতভর অভিযান পরিচালনা করেন।
স্থানীয় মেয়র জ্যান ক্লাউড গাউডিন স্বয়ং উপস্থিত থেকে উদ্ধারকার কাজ তদারকি করছেন বলে জানা গেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্তোফ ক্যাস্তেনেয়া গণমাধ্যমকে জানিয়েছেন ভবন দুটির অন্তত ৫ থেকে ৮ বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।ঘটনার পর থেকে এখনো যাঁরা নিখোঁজ রয়েছেন উদ্ধারকারীরা তাদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ।
ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন বাঁচানো। প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আমরা ধ্বংসস্তুপের ওপরে কিছু ফাঁকা গর্ত পেয়েছি। আর এ থেকে আশা করছি, হয়তো কাউকে জীবিত উদ্ধার করা যেতে পারে।
Posted ১২:৫৫ | বুধবার, ০৭ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain