| বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ফ্রান্স প্রতিনিধি : শিল্প সাহিত্য সংস্কৃতির দেশ ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন যমুনা টেলিভিশনের তিন বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা কেক কাটেন প্রবাসীরা।যমুনা টেলিভিশন দর্শক ফোরাম এর আয়োজনে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম রিয়াদ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন,আমি ভয়াজের চেয়ারম্যান এইচ এস হায়দার, ফ্রান্স বিএনপি,র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেইন পাটোয়ারী, ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক মিজান সরকার, বরিশাল বিভাগ এর সভাপতি মোতালেব খাঁন, ফ্রান্স আওয়ামীলীগ এর সহসভাপতি জসিম উদ্দিন ফারুক, ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,বিশ্বনাথ এসোসিয়েশনের সভাপতি কানু মিয়া, গ্রিস বিএনপি,র সাবেক সভাপতি জুলহাস মিয়া, জাতীয় পার্টি ফ্রান্সের সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল , প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, চাঁদপুর সমিতির উপদেষ্টা আশিক উদ্দিন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অজয় দাস, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান, ইউরোপিয়ান বিএনপি আহ্বায়ক মিল্টন সরকার,জাতীয় পার্টি ফ্রান্সের সহসভাপতি বাবুল আহমদ,ফ্রান্স ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সেলিম আল দ্বীন,সুরমা মেইল এর সম্পাদক আজিজুর রহমান, পূর্ব দিগন্ত সম্পাদক মিজানুর রহমান, বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন এর সহসাধারণ সম্পাদক এরশাদ হোসেইন, প্যারিস বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক নয়ন মামুন,দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী, সদস্য আব্দুল আজিজ সেলিম, রেজাউল ইসলাম, সাইমন, ফ্রান্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহেল আহমদ রুহেল।
এসময় প্রবাসীরা তাদের বক্তব্যে বলেন সম্পূর্ণ নিরেপেক্ষতা বজায় রেখে যমুনা টেলিভিশন সাহসী ভূমিকা পালন করে চলেছে।ভবিষ্যতেও যমুনা টেলিভিশন এই সাহসী ভূমিকা পালন করবে, জনগণের পাশে থাকবে, জনগণকে স্বপ্ন দেখাবে এবং প্রবাসীদের সুখ দুঃখ সম্ভাবনা তুলে ধরতে প্রবাসে বাংলাদেশ অনুষ্ঠানেরও বিশেষ প্রশংসা করেন তারা।
Posted ০১:২৬ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin