| সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
ফ্রান্সে জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে। রাস্তা, ব্রিজ ও টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করায় পুলিশের সাথে রোববারও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে আহতের সংখ্যা ৪শ’ ছাড়িয়ে গেছে। এখনো প্রায় ৫০ হাজার মানুষ দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে যা শনিবারের ৩ লাখের তুলনায় খুবই কম বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র: ইয়ন
দূর থেকে দেখা যায় এমন হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা রোববারও দেশটির নিরাপত্তা বাহিনী ও গাড়ি চালকদের সাথে সংঘর্ষে জড়িয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে কোথাও কোথাও রাবার বুলেটও ছোড়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, বিগত ১২মাসে দেশটির গাড়িতে ব্যবহৃত প্রধান জ¦ালানী ডিজেলের দাম বেড়েছে ২৩ভাগ। এতে আগের চেয়ে প্রতিলিটারে ১.৭১ ডলার বেশি খরচ করে ডিজেল ক্রয় করতে হচ্ছে যা ২০০০ সালের পর সর্বোচ্চ। জ্বালানীর মূল্যবৃদ্ধিসহ ম্যাক্রোঁর বিরুদ্ধে দেশটির নিম্নবৃত্তের মানুষদের অবজ্ঞা করার অভিযোগ এনে শুক্রবার থেকে ফ্রান্সের প্রায় ৭শতাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়।
Posted ১৪:৫৭ | সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain