| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
আবু তাহির ,ফ্রান্স : ব্যাপক আয়োজনে বাংলাদেশ জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয়পার্টি ফ্রান্স শাখা। রবিবার প্যারিসের গার্দ নর্দে অভিজাত রেস্টুরেন্ট মাদারজে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যেটুকু উন্নয়ন হয়েছে তার শেকড় পল্লী বন্ধু এরশাদের গড়া। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে তাই প্রবাস থেকে ঐক্যবদ্ধ ভাবে জাতীয়পার্টির জন্য কাজ করার আহবান জানান বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আলমগীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবীব খাঁন ইসমাইল এর পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপু, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সহসভাপতি বাবুল ইসলাম,ওমর জালাল,প্রধান উপদেষ্টা হুমায়ুন চৌধুরী,সহসাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সরকার,দাউদ খাঁন,সাংগঠনিক সম্পাদক শফিক সহ সংগঠনের নেতারা।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
Posted ২৩:৫০ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin