| রবিবার, ০৯ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
ফ্রান্সে হলুদ জ্যাকেট ‘ইয়েলো ভেস্ট’ ধারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সূচনা হলেও এখন তা বহুমুখি আন্দোলনে রুপ নিয়েছে। শনিবার দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৭ পুলিশসহ আহত হয়েছে আরো ১৩৫ জন এবং আটক করা হয়েছে অন্তত ১হাজার ৩শ ৮৫জনকে। ফ্রান্সের পাশাপাশি এমন বিক্ষোভ শুরু হয়েছে বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও। সিএনএন
প্রায় চার সপ্তাহ ধরে চলমান বিক্ষোভটি এখন জ্বালানির উচ্চমূল্য, অর্থনৈতিক দুরাবস্থাসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে মূলত সরকার পতন আন্দোলনে রুপ নিচ্ছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শনিবার দেশটির পুলিশ আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট ছোড়ে ও মরিচের গুড়া ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীদের আটক করে ইতোমধ্যেই বিভিন্ন অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে অন্তত ৯৭৪জনকে।
ফরাসিদের মতো নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও হলুুদ জ্যাকেট পরিহিতদের বিক্ষোভ দেখা গেছে। বিক্ষোভকারীরা তাদের স্থানীয় অর্থনৈতিক দুরাবস্থার জন্য সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে। বেলজিয়ামের ব্রাসেলসে যেখানে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ অফিস অবস্থিত সেখানে দেশটির প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ইউরোপীয় পার্লামেন্ট অভিমুখে যাত্রা করলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং শতাধিক প্রতিবাদকারীকে আটক করা হয়েছে।
Posted ১৩:০৯ | রবিবার, ০৯ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain