আবু তাহির,প্যারিসঃ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের উদ্যোগে ফ্রান্সের তুলুজে পহেলা বৈশাখ উৎযাপন করলো তুলুজের প্রবাসী বাংলাদেশীরা।বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সাংগঠনিক সম্পাদক এহসান আহমদ ঠিপু ও শওকত হোসেইন বিপুর পরিচালনায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ও বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সভাপতি ফকরুল আকম সেলিম।
তুলুজ শহরের এক অভিজাত হলে আলোচনা সভায় প্রধান অতথির বক্তব্য রাখেন ফ্রান্সে নি্যুক্ত বাংলাদেশ রাষ্ট্রদুত এম শহীদুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ,তুলুজ সিটি মেয়রের বিশেষ প্রতিনিধি ক্রিস্তফার,বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের প্রধান উপদেষ্টা মোস্তফা মিয়া,সাধারন সম্পাদক ওসমান হোসেইন মনির,সহ সভাপতি ফারুক আহমদ,সহ সভাপতি এস্কান্দার আলী ও প্রধান নির্বাচন কমিশনার সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
বৈশাখের এ অনুষ্টান উপলক্ষে বাংলাদেশী প্রবাসীদের বাড়তি সুবিধা প্রধানের লক্ষে ফ্রান্সস্হ বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের অদুরের এই শহরে দ্বিতীয় বারের মত কন্সুলার সেবা প্রধান করে।দুদিন ব্যাপি এ আয়োজনের সমাপনি দিনে বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ছাড়া ও উপস্হিত ছিলেন বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান কাজী এনায়েত উল্লাহ,বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের সভাপতি ফকরুল আকম সেলিম,সাধারন সম্পাদক ওসমান হোসেইন মনির,প্রধান উপদেষ্টা মোস্তফা মিয়া,দুতাবাস ফাষ্ট সেক্রেটারি ওলিউর রহমান,শওকত হোসেন বিপু,এহসান আহমদ ঠিটু সহ তুলুজ কমিউনিটির নেতৃবৃন্দ।এ সময় রাষ্ট্রদুত তুলুজ প্রবাসীদের আশ্বস্হ করে বলেন তুলুজে দুতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ মানের ও নিয়মিত সেবা প্রদানের চিন্তা করা হচ্ছে।
অনুষ্টানে বিশেষ আকর্ষনীয় ছিল তুলুজের মহিয়সি রমনিদের তৈরি বিভিন্ন স্বাধের দেশিয় পিঠা।২য় পর্বে স্বপন,জাকের ও ডালিয়ার উপস্হাপনায় লন্ডনের জনপ্রিয় শিল্পি শিরিন,সাজ্জাদ মিয়া,রায়হান ও প্যারিসের আরিফ রানা,কুমকুম,শিউলি,দীপক,ভিকি,রবিন,মিষ্টি,বৃষ্টি ও স্হানীয় শিল্পিদের উপস্হিতিতে মনোগ্গ সাংস্খৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
Like this:
Like Loading...
Related