শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আমরা আজ কথা বলতে পারছি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আমরা আজ কথা বলতে পারছি

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ফ্যাসিস্ট শক্তি বিদায় হওয়ার পর আমরা আজ কথা বলতে পারছি। একটা অনুকূল রাজনীতি যদি না থাকে তাহলে কোনো ধরনের কাজই করা যায় না।

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে মুলাদী উপজেলা ফোরাম ঢাকা আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

জামায়াতের এই নেতা আরও বলেন, জালিমরা আর যেন আসতে না পারে, সেই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য সবাইকে মাঠে-ময়দানে ভূমিকা রাখতে হবে।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, রাষ্ট্র এবং সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে… যারা শহীদ হয়েছেন তাদের জন্য ৩০ লাখ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার বন্দোবস্ত সরকার করেছে। আমরা মনে করি ৩০ লাখ টাকায় একটা জীবনের মূল্য হয় না। তারপরও অবশ্যই এটার একটা গুরুত্ব আছে।  যে বিপ্লবটা হয়েছে, সে বিপ্লবের যারা নায়ক; যারা জীবন দিয়েছেন আল্লাহ যাতে তাদের দুনিয়াতেও সম্মানিত করেন।

 

তিনি আরও বলেন, ইনসাফ ভিত্তিক শক্তির যদি পাওয়ার না থাকে তাহলে সে ইনসাফ কখনো কার্যকরী হয় না। বাংলাদেশের জালিমদের পাওয়ারকে চ্যালেঞ্জ করেছে আমাদের ছাত্র জনতা। তারা ভয়কে জয় করেছে। অবশ্যই তাদের ভেতরে ওই সময় ঈমানি শক্তি তৈরি হয়েছিল। আমাদের ছাত্র-জনতা যখন বুক চিতিয়ে দাঁড়িয়েছে তখন তাদের চ্যালেঞ্জ করার কোনো শক্তি ছিল না। ছাত্র জনতার সমর্থনে আমাদের সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন।

এই সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর সেক্রেটারি জেনারেল ড. মো. মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর, মাওলানা মো. আবু সালেহ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২৫ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(853 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com