নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৩ মে) বিকালে রাজধানীর নয়াপল্টন এলাকার জামান টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের পর রাজধানীর নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৮টি মামলার ওয়ারেন্ট ছিল। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদকের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ফেনী শহরে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্দ নেতাকর্মীরা। তারা শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে ইসলামপুর রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ করে। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সহ সভাপতি গিয়াস খন্দকার, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কাউসার এলিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল পাটোয়ারী, সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম মাস্টার, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক তুহিনুর রহমান, শিল্প সম্পাদক মুন্সি এনামুল হক কামরুল, সদর এর যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, মীর সবুজ, লিটন মেম্বার, ইস্রাফিল মাসুদ, ফেনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।
Posted ১৭:০৪ | বুধবার, ০৩ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain