| রবিবার, ১৭ জুলাই ২০১১ | প্রিন্ট
কানাডা বিএনপির আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী এসব ফুটেজ সরবরাহ করেন। এদিকে কানাডার মন্ট্রিয়ল শহরে যুবরাজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার রাত ৮টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কানাডা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান এবিএম রাজ্জাক রাজু, এজাজ আখতার তৌফিক, সাইদুর রহমান, আরমান মিঞা মাস্টার, মারিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মন্ট্রিয়ল সিটি কমিটির সভাপতি কামরুল ইসলাম, কুইবেক প্রাদেশিক কমিটির সহ-সভাপতি আনসার আহমেদ, জামিল আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর রহমান, যুগ্ম সম্পাদক মুহিম আহমেদ, কুইবেক প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মন্ট্রিয়ল সিটি কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা, বিএনপি নেতা আবদুুস সালাম, তোফায়েল মোর্শেদ, রেজাউর রব রাজু, জাবেদ ইকবাল মারুফ প্রমুখ। কানাডা বিএনপির আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, অত্যাচার নির্যাতন চালিয়ে মামলা হামলা করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। অত্যাচার নির্যাতন চালিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরোচিত নির্যাতনের জবাব আন্দোলনের মাধ্যমে দেয়া হবে। তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Posted ০০:৩৬ | রবিবার, ১৭ জুলাই ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin