নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুলাই ২০২৪ | প্রিন্ট
আগামী বছর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে আট দলের এই প্রতিযোগীতার গ্রুপ, ভেন্যু ঠিক করে একটি খসড়া প্রস্তাব আইসিসিকে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রস্তাব অনুযায়ী ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশকেও রাখা হয়েছে বলে জানা গিয়েছিল।
এবার ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ আসন্ন এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। পাকিস্তান সবশেষ ক্রিকেটের বৈশ্বিক আসর আয়োজন করেছিল ১৯৯৬ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আবার আইসিসি টুর্নামেন্ট ফেরার কথা দেশটিতে। এদিকে পাকিস্তানে গিয়ে খেলতে ভারত রাজি হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে আসন্ন টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেয়া শুরু করেছে পিসিবি, এরই ধারবাহিকতায় খসড়া সূচি আইসিসির কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে জানা গিয়েছিল, ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পিসিবি। আর আসরের উদ্বোধনী ম্যাচেই করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান- এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ফাঁস হওয়া সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি, নিজেদের উদ্বোধনী ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা, দুই দলের ম্যাচটি হবে লাহোরে। এরপর লাল-সবুজের দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, ২৪ ফেব্রুয়ারী স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল শান্তরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে, নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ২৭ ফেব্রুয়ারি। এদিকে ফাঁস হওয়া সূচি অনুযায়ী, ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা ১লা মার্চ লাহোরে। এছাড়াও ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি হবে বলে জানা গেছে।
আসন্ন এ টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৬ মার্চ যথাক্রমে করাচি এবং রাওয়ালপিন্ডিতে। এরপর দুই দিনের বিরতি দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ লাহোরে। ফাইনালের জন্য ১০ মার্চ রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে বলেও জানা গেছে।
ম্যাচ | তারিখ | ভেন্যু |
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | ১৯ ফেব্রুয়ারি | করাচি |
বাংলাদেশ বনাম ভারত | ২০ ফেব্রুয়ারি | লাহোর |
আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | ২১ ফেব্রুয়ারি | করাচি |
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | ২২ ফেব্রুয়ারি | লাহোর |
নিউজিল্যান্ড বনাম ভারত | ২৩ ফেব্রুয়ারি | লাহোর |
পাকিস্তান বনাম বাংলাদেশ | ২৪ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি |
আফগানিস্তান বনাম ইংল্যান্ড | ২৫ ফেব্রুয়ারি | লাহোর |
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | ২৬ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি |
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | ২৭ ফেব্রুয়ারি | লাহোর |
আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | ২৮ ফেব্রুয়ারি | রাওয়ালপিন্ডি |
পাকিস্তান বনাম ভারত | ১ মার্চ | লাহোর |
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | ২ মার্চ | রাওয়ালপিন্ডি |
প্রথম সেমিফাইনাল | ৫ মার্চ | করাচি |
দ্বিতীয় সেমিফাইনাল | ৬ মার্চ | রাওয়ালপিন্ডি |
ফাইনাল | ৯ মার্চ | লাহোর |
Posted ১১:৫৩ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain