নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
উচ্চ আদালত থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন পেয়েছেন। তাদের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। তবে সরকার পক্ষ থেকে তাদের জামিন আটকাতে আপিল করার ঘোষণা দেওয়া হয়েছে। এটাকে সরকারের ‘নোংরা রাজনীতি’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর দ্বারা সরকারেরই ক্ষতি হবে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ঘোষিত ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতে দেওয়া ২৭ দফা প্রস্তাবের বিষয় আয়োজিত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে আজ জামিন দিয়েছেন আদালত। এরপরেও আমরা চিন্তায় আছি, আবার অন্য কোনো মামলায় তাকে আটকানো হয় নাকি। যদি সরকার মির্জা ফখরুলকে নিয়ে কোনো ধরনের নোংরা রাজনীতি করে, তাহলে এটি সরকারের ক্ষতি হবে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রীর কাজই হলো জিয়া পরিবারের সমালোচনা করা। তাই তার কথায় বিএনপি কান দেয় না।
এসময় জেলা বিএপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু, সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানসহ স্থানীয় নেতারা।
Posted ১৪:৪০ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain