| বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
জীবনের অধিকাংশ সময় কেটেছে ‘সেকেন্ড হোম’ জাতীয় প্রেস ক্লাবে। প্রেস ক্লাবই ছিল তাঁর সবকিছু। হাজারো স্মৃতি বিজড়িত সেই প্রেস ক্লাব আর জীবনের সব মায়া ত্যাগ করে গত ৯ এপ্রিল বুধবার ৮৩ বছরের কালের সাক্ষী, নির্ভিক কলমযোদ্ধা এবিএম মুসা মৃত্যুবরণ করেন। মুসা ভাই আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর লেখা ‘মুজিব ভাই’ বইটি আলোড়ন সৃষ্টি করেছে জাতীয় প্রেস ক্লাবের বইমেলায়।
প্রেস ক্লাবে হীরক জয়ন্তি উপলক্ষে গত ১৩ এপ্রিল থেকে চলমান সপ্তাহব্যাপী ‘প্রেস ক্লাব বইমেলা’র গতকাল বৃহস্পতিবার পঞ্চম দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মুসা ভাইয়ের লেখা ‘মুজিব ভাই’ বইটি। ‘প্রেস ক্লাব বইমেলা’র ১২ ন¤¦র প্রথমা প্রকাশনীর স্টলে তাঁর এই বইটি পাওয়া যাচ্ছে।
এদিকে প্রেস ক্লাব বইমেলায় প্রতিদিনই বই বিক্রি বাড়ছে। সদ্য প্রয়াত সাংবাদিক এবিএম ম–সার স্মরণে মেলায় শোক বই খোলা রয়েছে। দর্শনার্থীরা শোক বইয়ে প্রয়াত এই সাংবাদিক সম্পর্কে তাদের মতামত লিপিবদ্ধ করছেন। গতকালও বিশিষ্ট ব্যক্তিরা তাদের শোকানুভ–তি শোক বইতে লিপিবদ্ধ করেন।
তাছাড়া প্রেস ক্লাব বইমেলা প্রাঙ্গনে স্থাপিতত এবিএম ম–সা মঞ্চে প্রেস ক্লাব সঙ্গীত, কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হচ্ছে প্রতিদিনই।
প্রেস ক্লাব বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। চলবে আগামী ১৯ এপ্রিল শনিবার পর্যন্ত। মেলায় ৪৪টি প্রকাশনীর স্টল তাদের প্রকাশিত বিভিন্ন বই বিক্রি করছে।
Posted ১৫:০৪ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin