| রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১৫ ডিসেম্বর : প্রিনেস্স জরিনা হলেন তিশা। এটি সত্য ঘটনা অবলম্বনে এক নাটকের চরিত্রে জরিনা চরিত্রায়ন করেছেন এই অভিনেত্রী। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘প্রিন্সেস জরিনা’। মুক্তিযুদ্ধকালীন একটি সত্য গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।
মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, শ্যামল মাওলা, সেতু, রুমি, নিপা প্রমুখ।
এতে দেখা যাবে- যাত্রাপালার এক নর্তকী প্রিন্সেস জরিনা। জাতে বিহারী। বিভিন্ন গ্রাম-গঞ্জে নেচে বেড়ায়। এক গ্রামে নাচতে গিয়ে তার সাথে হঠাৎ করেই পরিচয় হয় হারুন নামের এক সাধারণ গ্রাম্য যুবকের। দু’জনেরই দু’জনকে ভালো লেগে যায়। এদিকে গ্রামে অবস্থান করা পাকিস্তানী মেজরের ভালো লাগে জরিনাকে। কিন্তু বিহারী দেখে আর তাকে ধরে নিয়ে যায় না। বরঞ্চ নানাভাবে উপঢৌকন দিয়ে ক্যাম্পে আসার দাওয়াত দেয়। হারুনের সাথে সম্পর্কের একটা পর্যায়ে জানা যায় যে জরিনা আসলে বাঙ্গালী, যাত্রা নেচে তার উপার্জিত অর্থ মুক্তিযোদ্ধাদের পাঠায়। হারুনও মুক্তিযুদ্ধ করতে চায় কিন্তু বুড়ো মায়ের কারণে যেতে পারে না। একদিন রাজাকারেরা জেনে যায় হারুনের সাথে জরিনার সম্পর্ক। সেজন্য তারা হারুনের বাড়ী আক্রমণ করে তার মাকে মেরে ফেলে। প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠে হারুন। তাকে সহযোগিতা করে জরিনা।
Posted ২১:৩৭ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin