নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে প্রায় ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
আজ বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট রবিবার বিকেল পৌনে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন।
অবতরণের পর সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের ওপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পাওয়া যায়।
বান্ডেল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট ৬০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন দাঁড়ায় ৬ কেজি ৯৬০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
Posted ১৬:২৬ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain