| সোমবার, ১৬ জুন ২০১৪ | প্রিন্ট
বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী আরফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা তার শিশুপুত্র আরিয়ানকে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। শিশুপুত্রকে নিয়ে বেঁচে থাকতে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘অন্যায়ভাবে অধিকার হরণ, নির্যাতন ও মানসিক চাপ প্রয়োগের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ নিরাপত্তা চান।
লামিয়া ইসলাম অনন্যা বলেন, ‘আদালতে আপোষ মীমাংসা করার প্রতিশ্রুতি দেওয়ার পরই জামিনে রাজি হই। জামিনে বের হয়ে আরফিন রুমি তার পরিবারের লোকজন, বন্ধু ও ভাড়া করা লোকজন দিয়ে আমাকে মানসিক নির্যাতন করে আসছে। একই সাথে মামলা তুলে নেওয়া এবং কোন শর্ত ছাড়াই তালাক দেওয়ার জন্য জন্য হুমকি দিচ্ছে। অন্যথায় শিশুপুত্রসহ আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’
অনন্যা বলেন, ‘রুমি আদালতে যে কথা বলে বাইরে অন্য কথা বলে। মামলা তুলে নেওয়ার জন্য রুমির আইনজীবী সৈয়দ রেজাউর রহমানও প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। কয়েক দফা আপোষ মীমাংসার চেষ্টা করেও মীমাংসা হয়নি। কারণ রুমি মীমাংসা করতে চায় না।’ তিনি শিশুপুত্র আরিয়ানের ভবিষ্যৎ ও নিজের ভবিষ্যতের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
অনন্যা আরো অভিযোগ করেন, ‘রুমি জামিনে বের হওয়ার পর আমার ও আমার পরিবারের ওপর নির্যাতন বেড়ে যায়। ৩ মে রাতে বাসায় ফেরার পথে কোর্ট মাজার গেইট এলাকায় রুমির ভাড়া করা লোকজন আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে। এ নিয়ে ৪ মে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করি। ১৪ মে রুমি লোকজন দিয়ে আমাদের বাসায় ডাকাতি করায় ও আমার মায়ের ওপর হামলা করে। এ সময় প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে নিয়ে যায় তারা। পরে ১৮ মে বংশাল থানায় একটি মামলা করি। এরপর থেকে নির্যাতন আরো বেড়ে যায়।’
সংবাদ সম্মেলনে আরিয়ান, অনন্যার মা পারভীন ইসলাম ও অনন্যার ভাইসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১০:১৪ | সোমবার, ১৬ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin