নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচজনের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মামলা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ২ নম্বর আমলী আদালতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
মামলার অন্য আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোটেক নাদিম মোস্তফা। মামলায় ২০/৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বাদী মো. সোহেল রানা বলেন, ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। মামলার ১ নম্বর আসামির বক্তব্যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারসহ দ্রুত আসামিদের গ্রেফতার দাবির জন্য আদালতে মামলাটি করেছি।
মো. সোহেল রানার আইনজীবী মাসুদ আবেদিন বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা রাজবাড়ীর ২ নম্বর আমলী আদালতে রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বেশ কয়েকজনের নামে মামলার আবেদন করেছেন। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি আমলে নিয়েছেন।
Posted ০৯:৪৪ | বুধবার, ২৪ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain