সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্যারালেম্পিক, ইউরোপিয়ান এবং ২ বারের বিশ্ব সোনা জয়ী সাতারু অলিভার হাইন্ড এর উন্নত প্রশিক্ষনের জন্য নটিংহামের মান্সফিল্ডের দ্যা মিন্ট রেষ্টুরেন্টে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়

  |   বুধবার, ১৪ মে ২০১৪ | প্রিন্ট

charity dinner

নিজস্ব প্রতিনিধি, নটিংহামের মান্সফিল্ড থেকে ফিরে :   বিশ্ব বিখ্যাত সাতারু অলিভার হাইন্ড (Oliver Hynd MBE), যিনি প্যারালেম্পিক (Paralympic ), ইউরোপিয়ান এবং ২ বারের বিশ্ব সোনা জয়ী সাতারু । বর্তমানে তিনি পেশীর পুষ্টির অভাব ভুগছেন  ।  গ্লাস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ গেমসে  তার সাফল্য ধরে রাখতে  চিকিৎসা এবং উন্নত প্রশিক্ষনের জন্য নটিংহামের মান্সফিল্ডের দ্যা মিন্ট রেষ্টুরেন্টে এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে ।

গত ১২ ই মে রবিবার মান্সফিল্ডস্থ স্থানীয় দি মিন্ট রেষ্টুরেন্টে বিসিএর ট্রেজেরার ও দ্যা মিন্ট রেষ্টুরেন্টের কর্নদার ফয়সল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে এবং মান্সফিল্ড রেডিও’র জনপ্রিয় উপস্থাপক স্টুয়ার্ড নিকোলসের প্রানবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্সফিল্ড টাউন কাউন্সিলের লর্ড মেয়র টনি এগিলটন(Tony Eggington) ।

চ্যারিটি ডিনার থেকে সংগ্রহ দুই হাজার পাচঁশত পাউন্ড  বিশ্ব বিখ্যাত সাতারু অলিভার হাইন্ড (Oliver Hynd MBE) এর উন্নত প্রশিক্ষনের জন্য ব্যয় করা হবে । উল্লেখ্য, অলিভার হাইন্ড (Oliver Hynd MBE)কে সহযোগীতা করতে দূর-দূরান্ত থেকে লোকজন খাবার সংগ্রহ করেন এবং বাহিরের টাউন থেকে হেলিকপ্টারে করে এসে দ্যা মিন্ট রেষ্টুরেন্টের খাবার সংগ্রহ করেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,  মান্সফিন্ড ফুটবল ক্লাবের জনপ্রিয় খেলোয়ার কেবিন বার্ড, হলি হাইন্ডের মাতা হেলেন্ড হাইন্ড, মিস মান্সফিল্ড ২০১৪ গ্রেইচ টার্নার (Grace Turner) এনটিভি ইউরোপের কুকিং কুইন সেলিনা বেগম ও নর্টিংহামশায়ারের  বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কামাল চৌধুরী প্রমুখ ।

অনুষ্টানের শেষাংশে বিশিষ্ট পপস্টার জুসিপ জ্যাসরেনর দৃষ্টিনন্দন ও মনমুগ্ধকর সুরের মূর্ছনায় আগত অতিথিদের আন্দোলিত করে তুলে ।

charity dinner.1

Facebook Comments Box
advertisement

Posted ১৮:২১ | বুধবার, ১৪ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com