নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ স্থলের জটিলতা নিরসনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সাক্ষাৎ করতে পুলিশ সদর দপ্তরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৫০ মিনিটে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধি দলটি পুলিশ সদর দপ্তরে প্রবেশ করে।
বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত মঙ্গলবার ডিএমপি ২৬ শর্তে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়। পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলো। সোহরাওয়ার্দী উদ্যোনে তারা চায়নি। ১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান দলের নেতারা।
Posted ০৮:২২ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain