| সোমবার, ২৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
মোঃ মেহেদী হাসান, পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গত রবিবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়ে পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে সকাল ৯টায় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বাংলাদেশ পুলিশ, আনসার, স্কাউট, গার্লস গাইড, এবং বিভিন্ন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শণ করা হয়।
প্যারেড কমান্ডার এসআই রইজ উদ্দিনের নেতৃত্বে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দূর্গাপুর আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল প্রমুখ,। পরে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার হাসপাতাল, এতিমখানা ও শিশুনিকেতনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং জাতির শান্তি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদ মন্দির গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও পার্থনা করা হয়। সন্ধায় উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধো ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়।
Posted ১৬:৩৫ | সোমবার, ২৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin