মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ড: নেপথ্যের নায়কদের নাম প্রকাশের দাবী,বিএনপির

  |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

পিলখানা হত্যাকাণ্ড: নেপথ্যের নায়কদের নাম প্রকাশের দাবী,বিএনপির

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক কারা, কাদের অর্থায়নে বিডিয়ার জওয়ানরা বিপথগামী হয়েছিল তাদের নাম প্রকাশের দাবী জানিয়েছে বিএনপি।

পিলখানা হত্যাকাণ্ডের ৮ বছর পূর্তি উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘৮ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার কাজ শেষ হয়নি। ৮ বছর কম সময় নয়। এতদিন পরে এটা বলতেও কষ্ট হয়।

মাহবুবুর রহমান বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য ও বর্বর ঘটনা। ওই ঘটনায় সেনাবাহিনীর ৫৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আমরা মর্মাহত, দুঃখ ও শোক প্রকাশ করছি। পাশাপাশি ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সকারের ব্যর্থতার অভিযোগ করে সাবেক এ সেনা প্রধান বলেন, ‘ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির অবজারভেশন ছিল অধিকতরও তদন্ত করা, ঘটনার সাথে নেপথ্যের নায়ক ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা ও নেপথ্যে কী কারণ ছিল তাও খতিয়ে দেখার কথা বলেছিল। সরকার এর কোনোটিই এখনো করেনি।’

বিএনপি ক্ষমতায় আসলে শ্বেতপত্র প্রকাশ করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করবে। কিন্তু বিষয় সেটি নয়, সরকার কেন করছে না? সরকারের এখনই শ্বেতপত্র প্রকাশ করা উচিত!’

এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, কর্নেল (অব.) ইসহাক মিয়া, কর্নেল (অব.) আব্দুল লতিফ, মেজর (অব.) সরোয়ার, কর্নেল (অব.) আব্দুল লতিফ, মেজর (অব.) মিজান, মেজর (অব.) সারওয়ার ও প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:২৩ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com