নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হারে এবার এগিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ড।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।
Posted ০৭:১৯ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain