| সোমবার, ২৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হোসেন স্বপন ইটালী প্রতিনিধি গকাল ২৬,০৩,২০১৭ ইং রোজ রবিবার সন্ধ্যা পালমা কাম্পানিয়া, সান্চুসেফ বিএনপি কর্তৃক আয়োজিতো মহান স্বাধীনতা দিববস পালিত হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন পালমা কাম্পানিয়া, সান্চুসেফ বিএনপির সভাপতি আব্দুল গণি, সভা টি পরিচালনা করেন পালমা কাম্পানিয়া, সান্চুসেফ বিএনপির সহ সাধারণ সম্পাদক রাসেদ আহমদ, সভায় প্রধাণ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ইতালি কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি শাহজান তালুকদার, প্রধাণ বক্তা হিসাবে ছিলেন ন্যাপলি বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উক্ত সভায় প্রধাণ অতিথি হিসাবে শাহজান তালুকদার বলেন, আজ আমরা যে মহান স্বাধীনতা উযাপন করছি তার একমাত্র অবদান আমাদের প্রিয় নেতা গন্ত্রনএের অতন্দ্র প্রহরী স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান ২৫শে মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্রে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন যার জন্য আজ আমরা বাংলাদেশ স্বাধীন নামে একটি রাষ্ট্র পাই। কিন্তু আজ অবইধ্য শেখ হাসিনা সরকার বাংলাদেশ কে একটি জগি রাষ্ট্র হিসাবে পরিনিতো করেছে, যার জন্য আজ আমাদের বাংলাদেশে এখন গন্ত্রনএ নেই, আর এই গন্এন্ত ফিরে পেতে হলে আমাদের গন্এন্তীক দল বিএনপি কে আবার খেমতায় আন্তে হবে তার জন্য আমাদের দলের সবাই কে ঐক্যবদ্ধো থাকতে হবে। এবং আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এর উপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রতিহার করতে হবে। তা না হলে হাসিনা সরকার কে করুন পরিনিতি বহন করতে হবে,,,,,,,,উক্ত সভায় আর বক্তবো রাখেন ন্যাপলি বিএনপির সহ সাধারণ সম্পাদক মুযাজিম সরকার, ন্যাপলি জুলিয়ানু বিএনপির সভাপতি সুলেমান বেগ, শ্রমিক দলের সভাপতি লিটন মিয়া সহ অনেক নেতা কর্মি,, পবিএ কোরান তেলায়োত করেন বিএনপি নেতা জুয়েল প্রমুখ।
Posted ০৯:৩৫ | সোমবার, ২৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain