সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাতাল মেট্রোরেলের কাজ: যানবাহনের ধীরগতি নিয়ে ডিএমটিসিএলের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

পাতাল মেট্রোরেলের কাজ: যানবাহনের ধীরগতি নিয়ে ডিএমটিসিএলের সতর্কতা

দেশের প্রথম পাতাল মেট্রোরেল লাইনের (এমআরটি–১) কাজ শুরু করতে সড়কের নিচে থাকা বিভিন্ন পরিষেবার লাইন স্থানান্তরের কাজ শুরু হওয়ায় বিমানবন্দর থেকে কমলাপুর রুটে যান চলাচলে স্বাভাবিক গতির বিঘ্ন হতে পারে। এর জন্য এ রুটে যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। গত ১২ নভেম্বর থেকে এই পরিষেবার লাইন স্থানান্তরের কাজ শুরু হয়। ইতোমধ্যে যমুনা ফিউচার পার্কের সামনের একাংশ বন্ধ রেখে কাজ চলছে।

 

সম্প্রতি ডিএমটিসিএল থেকে ট্রাফিক সংক্রান্ত বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল (এমআরটি-১) নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর স্টেশন এলাকায় ১২ নভেম্বর থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়।

 

এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন বিমানবন্দর রুটে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৩৫ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com