| শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট
পাকিস্তানের দক্ষিণের শহর করাচিতে চীনের কনস্যুলেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। শুক্রবার স্থানীয় সময় সকালে হামলাকারীরা এর ভেতরে প্রবেশ করে বলে নিরাপত্তাবাহিনী ও গণমাধ্যম নিশ্চিত করেছে। এছাড়া, দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও হামলার বিষয়ে নিশ্চিত করা হয়। সূত্র : রয়টার্স
কনস্যুলেটের ভেতরে তারা কাউকে হত্যা বা আহত করেছে কিনা তা এখনও জানা না গেলেও, বিস্ফোরণ ও গুলির আওয়াজ শোনা গিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, দুইজন বন্দুকধারী কনস্যুলেটের ভিসা সেকশনে প্রবেশ করেছে। তবে, কূটনীতিকরা সবাই নিরাপদে রয়েছেন বলেই জানা গেছে।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানায়, পুলিশ পুরো কনস্যুলেট এলাকা ঘিরে রেখেছে। টিভি চ্যানেলের ছবিতে বিস্ফোরণের পর বাতাসে ভেসে থাকা ধোঁয়া দেখতে পাওয়া যায়।
উল্লেখ্য, চীন ও পাকিস্তান অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে বহুদিনের প্রতীক্ষিত বন্ধুদেশ হিসেবেই পরিচিত।
Posted ১২:৪৯ | শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain