নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
অনূর্ধ-১৯ তিন জাতির নারী টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হাারিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ অনূর্ধŸ-১৯ দল হারিয়েছে পাকিস্তানকে। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগার নারী যুবারা ৩৬ রানে হারিয়েছে পাকিস্তানকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার নারী যুবারা সংগ্রহ করে ২০ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান। ১৩৭ রানের টার্গেটে পাকিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ১০০ রান। ২৪ রান করেন সুমাইয়া আক্তার সুবর্ণা ও আরবিন তানি ৩১ রান। রাবেয়া ২৩ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ১০ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।
Posted ০৫:২৪ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain