| শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : চীনা পতাকা বহনকারী একটি বিমান মাঝ আকাশ থেকে অস্বাভাবিকভাবে প্রায় ৬ হাজার মিটার (১৯ হাজার ৬০০ ফুট) নীচে পড়ে যায়। তার কারণ জানতে গিয়ে জানা যায় সেই বিমানের পাইলট নাকি বিমানের মধ্যে ধুমপান করার এমন ঘটনা ঘটেছে। যদিও অল্পের জন্য বিমানটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে অভিযোগ উঠেছে পাইলটদের দায়িত্বে অবহেলার কারণেই বিমানটি এমন ঝুঁকিতে পড়েছিল। খবর সিএনএন।
খবরে বলা হয়, মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ৯ মিনিটেরও কম সময়ে ১০ হাজার মিটার (৩২ হাজার ৮০০ ফুট) থেকে ৪ হাজার মিটার (১৩ হাজার ১০০ফুট) ফুট নিচে নেমে আসে। বোয়িং ৭৩৭ বিমানটিতে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ৯ জন ক্রু ছিলেন। সবশেষ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া বিমানটি চীনের দালিয়ান বন্দরে পৌঁছে।
বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়। এদিকে ওই ফ্লাইটের দুজন যাত্রী এ ঘটনার ভিডিও এবং ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ওই ছবি ও ভিডিওতে যাত্রীদের মুখের সামনে অক্সিজেন মাস্ক খোলা অবস্থায় দেখা গেছে।
Posted ১৩:০১ | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain