| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ডেস্ক : পর্নোগ্রাফি পুরুষদের প্রতারণায় উৎসাহিত করে বিকৃত যৌন আকাঙ্খাকে জাগ্রত করে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এক গবেষণায় এ তথ্য বের হয়ে এসেছে।
এ গবেষণা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পর্নোগ্রাফির রঙিন পর্দা পুরুষদের তার সঙ্গীনির সাথে প্রতারণার প্রবণতাকে বাড়িয়ে দেয়। এছাড়া প্রেমিকা বা স্ত্রীর কাছে অবিশ্বস্ত পুরুষরা যৌন আবেদনময়ী সিনেমার প্রতি অন্যের তুলনায় তিন গুণ বেশি আসক্ত।
মূলত পর্নো সিনেমায় তীব্র যৌন আবেদনময়ী নারী চরিত্র বা একাধিক নারীর সাথে মিলিত হওয়ার চিত্র দেখে ছেলেরা কল্পণাপ্রবন হয়ে পড়েন। ফলে যৌন জীবনটাকে সিনেমার মতো করে দেখতে আগ্রহী হয়ে ওঠেন তারা।
নতুন এ গবেষণায় আরও দেখা যায়, সাধারণ মেয়েদের প্রতি বিতৃষ্ণা এনে দেয় এসব ছবি। তাছাড়া পর্নো সিনেমা ছেলেদের বিকৃত যৌন আচরণে উদ্বুদ্ধ করে।
এক্ষেত্রে মেয়েদের দৃষ্টিকোণও ভিন্ন নয়। যাদের প্রেমিক বা স্বামী পর্নো সিনেমায় আসক্ত তাদের মতে, পুরুষরা এ ছবির প্রভাবে প্রায়ই বিকৃত আচরণ করেন যা সিনেমার পর্দাতেই সম্ভব। আর সঙ্গীনির কাছে তেমন প্রতিক্রিয়া না পেয়ে তারা পতিতা বা আরো বেশি আবেদনময়ী নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন।
Posted ২০:১৬ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin