নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সাতে ব্যাটিং করতে নেমেছিলেন মুশফিকুর রহমান। তখনই অনেকের সন্দেহ হয়েছিল। প্রশ্ন উঠেছিল ঘটনা আসলে কি? এবার জানা গেছে, আফগানিস্তানের ইনিংসের একেবারে শেষ দিকে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষা করে তারপর নেমেছেন ব্যাটিংয়ে। সময় নিতে হয়েছে ব্যথা কমার জন্যও।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙুলের এই চোটের জন্য শারজায় আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুশফিকের খেলাই হচ্ছে না। কাল রাতেই করানো পরীক্ষা-নিরীক্ষার পর তার আঙুলের হাড়ে চিড় বা ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। আজ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে আসল অবস্থা।
বিসিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার চোটের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আফগানিস্তানের বিপক্ষে পরের ওয়ানডেতে মুশফিকের না খেলাটা একরকম নিশ্চিত। তবে ১১ নভেম্বরের শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।
Posted ০৭:০১ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain