| শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
পদত্যাগ করেছেন শ্রীলংকার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শনিবার সকালে দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার হাতে পদত্যাগ পত্র জমা দেন দুই মাসের এই প্রধানমন্ত্রী। রাজাপাকসের পদত্যাগের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ফিরে আসা নিশ্চিত হয়ে গেলো। রোববারই তিনি শপথ নিচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে। এনডিটিভি
স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে যে, রাজাপাকসে পদত্যাগ করবেন বলে শুক্রবারই ঘোষণা করেছিলেন। তার পদত্যাগের পর শুণ্যপদে বিক্রমাসিংহেকে পুনর্বহাল করবেন বলে সিরিসেনা প্রতিশ্রুতিও দিয়েছেন। এ ব্যাপারে বিক্রমাসিংহের সঙ্গে শুক্রবার সিরিসেনার ফোনে আলোচনা হয়েছে।
প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পরই নিশ্চিত হওয়া গেছে যে, বিক্রমাসিংহে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় শপথ নিচ্ছেন বলে জানিয়েছে তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা বিক্রমাসিংহেকে সরিয়ে দিয়ে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এতে দেশটির রাজনীতিতে চরম সাংবিধানিক সংকট দেখা দেয়। পরে পার্লামেন্টে রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করা হয়।
Posted ১৩:১৯ | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain