| বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ | প্রিন্ট
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বির্তকিত বক্তব্যের অভিযোগে নড়াইল আদালতে দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী ৫ আগস্ট এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আদলত।
উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ আদেশের জন্য এদিন ধার্য করেন।
এদিন, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী জামিনের জন্য যুক্তিতর্ক উস্থাপন করেন।
এর আগে, রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রবিবার জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ ২ আগস্ট মামলার জামিন শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বির্তকিত মন্তব্যের অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাঁপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নড়াইল আদালতে মানহানির মামলাটি দায়ের করেন।
Posted ১৪:৪৬ | বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain