রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে টি-টোয়েন্টি ছবক দিল শ্রীলঙ্কা

  |   সোমবার, ২৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

lanka sobok

২৪ মার্চ:  অভাবনীয়ভাবে ক্রিকেটের সংক্ষিপ্ততম আসরের সবচেয়ে মর্যাদার পর্ব অর্থাৎ সুপার টেন পর্বে উঠে আসা দল নেদারল্যান্ডসকে এবার টি-টোয়েন্টি ক্রিকেটের ছবক দিল শ্রীলঙ্কা। প্রথমে ডাচদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে বেঁধে রেখে সেই রান মাত্র ৫ ওভারে অতিক্রম ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। একই সঙ্গে এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে গেছে লঙ্কানরা।

জয়ের জন্য ৪০ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ২০ রানের মাথায় ওপেনার কুশাল পেরেরাকে হারায় লঙ্কানরা। তিনি বাঁহাতি স্পিনার আহসান মালিকের বলে মিচেল স্টোয়ার্টের তালুবন্দী হন ১০ বল থেকে একটি করে চার ও ছক্কায় ১৪ রান করে। অবশিষ্ট কাজ সমাধা করতে খুব বেশী সময় নেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান ও মাহেলা জয়বর্ধনে। পঞ্চম ওভারের শেষ বলেই বিজয় নিশ্চিত হয় তাদের। বল অক্ষত থাকে ৯০টি। এ সময় মাহেলা জয়বর্ধনে ১০ বলে ২ চারে ১১ রানে এবং দিলশান ১১ বলে ২ চারে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন। এ জয়ে আরেকটি রেকর্ডও স্থাপিত হয়। তা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশী বল হাতে রেখে জয়ের রেকর্ড।

আহসান মালিক ১৮ রানে একমাত্র উইকেটটি নেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ অনবদ্য বোলিং নৈপূণ্যের জন্য ম্যাচসেরা মনোনীত হন।

এর আগে সুপার টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচেই কলঙ্কজনক রেকর্ড গড়ে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ১০.৩ ওভার ব্যাটিং করে মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

ইনিংসের শুরু থেকেই শেষ পর্যন্ত লঙ্কান বোলারদের বিপক্ষে কোনরকম প্রতিরোধ গড়তে ব্যর্থ হয় ডাচরা। ফলে ইনিংসের মাঝপথেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন টম কুপার। আর কোন ব্যাটসম্যানই দু অঙ্কের কোঠায় পৌঁছতে পারেনি।

শ্রীলঙ্কার পক্ষে ক্যারম বোলার অজন্তা মেন্ডিস মাত্র ২.৩ ওভার বোলিং করে মাত্র ১২ রানে এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। এছাড়াও লাসিথ মালিঙ্গা মাত্র ৫ রানে ২ এবং নুয়ান কুলাসেকেরা ২ ওভার বোলিং করে দুটিই মেডেন ওভার করে শূন্য রানে প্রথম উইকেটটি তুলে নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নুয়ান কুলাসেকেরার করা প্রথম ওভারেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে অনবদ্য ভূমিকা রাখা স্টিফান মেবার্ঘকে হারায় নেদারল্যান্ডস।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস ১০.৩ ওভার ৩৯(টম কুপার ১৬, বেন কুপার ৮, মেন্ডিস ৩/১২, ম্যাথুজ ৩/১৬, মালিঙ্গা ২/৫,

শ্রীলঙ্কা ৫ ওভার ৪০/১ (পেরেরা ১৪, দিলশান অপরাজিত ১২, জয়বর্ধনে অপরাজিত ১১, মালিক ১/১৮)

ম্যান অব দ্য ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথুজ

Facebook Comments Box
advertisement

Posted ১৭:১৩ | সোমবার, ২৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com