নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
শ্রীলংকা ক্রিকেট দলের বর্তমান টি-২০ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সম্প্রতি আম্পায়ারকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের কারণে নিষিদ্ধ হয়েছেন এই তারকা স্পিনার। আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য ঢাকায় আসবে শ্রীলংকা দল। নিষিদ্ধ এই ক্রিকেটারকে অধিনায়ক করেই বাংলাদেশে খেলতে আসছে লংকানরা।
নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলে আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বলেন শ্রীলংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ মন্তব্যের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে বেশ বিপাকে পড়েছেন তিনি। তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
একইসঙ্গে হাসারাঙ্গার ম্যাচ ফির অর্ধেকও জরিমানা করা হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আইসিসির এ নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি টি-২০ খেলতে পারবেন না হাসারাঙ্গা। তবে এরপরেও তাকে টি-২০ দলে রাখা হয়েছে।
দুই দলের মাঠের এই লড়াই শুরুই হবে টি-২০ সিরিজ দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের লড়বে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। এরপর তিন দিনের বিরতির পর চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। এর পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলংকার বিপক্ষে এই সিরিজ দিয়েই নাজমুল হোসেন শান্ত অধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। টাইগারদের এই বছরে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক সিরিজও এটি।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার টি-২০ স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়, জেফ্রে ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।
Posted ০৬:৪২ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain